November 8, 2024 5:34 PM

printer

কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে

ব্যাঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে, কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে। ৫ উইকেটে ১৫৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে কর্ণাটকের প্রথম ইনিংস ২২১ রানে শেষ হয়ে যায়। অভিনব মনোহর ৫৫, বিদ্যাধর পাতিল ৩৩ রান করেন। বাংলার ঈশান পোরেল চার, সুরজ সিন্ধু জয়সওয়াল তিন উইকেট নিয়েছেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা দিনের শেষে ৩ উইকেটে ১২৭ রান করেছে। সুদীপ চ্যাটার্জি ৪৮ রান করেছেন। সুদীপ ঘরামী ২৫ ও শাহবাজ আহমেদ ১২ রানে অপরাজিত আছেন। বাংলা কর্ণাটকের থেকে ২০৭ রানে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, বাংলা প্রথম ইনিংসে করেছিলো ৩০১ রান।