January 14, 2026 10:02 AM

printer

কমনওয়েলম দেশগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলন CSPOC আজ নতুনদিল্লিতে শুরু হচ্ছে

কমনওয়েলম দেশগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলন CSPOC আজ নতুনদিল্লিতে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে ৬০টিরও বেশি কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশ এবং আধা-স্বায়ত্তশাসিত সংসদের স্পিকার ও প্রিসাইডিং অফিসাররা যোগ দেবেন। এই সম্মেলনের লক্ষ্য হলো সংসদীয় গণতন্ত্রের বিভিন্ন রূপ সম্পর্কে জ্ঞান ও বোঝাপড়াকে উৎসাহিত করা এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলির বিকাশ ঘটানো।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনের সভাপতিত্ব করবেন।

আজ প্রথম দিনে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সংবিধান সদনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে সম্মেলনের উদ্বোধন করবেন। শ্রী মোদি কমনওয়েলথ এবং স্বায়ত্তশাসিত সংসদগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়ও করবেন।

এই সম্মেলন ভারতের গণতান্ত্রিক ও সংসদীয় যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। ২৮তম CSPOC শেষ হওয়ার পর লোকসভার অধ্যক্ষ সভাপতিত্বের দায়িত্ব ব্রিটেনের হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হয়েলের কাছে অর্পণ করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।