কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন(CPA)-র ভারতের জোন থ্রী-র প্লেনারি সম্মেলন নভেম্বর মাসে কোহিমায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে নাগাল্যান্ড বিধানসভার অধ্যক্ষ শারিনগাইন লংকুমার গত শনিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে নতুন দিল্লিতে উত্তর পূর্ব ভারতের সংসদীয় উদ্যোগ নিয়ে বৈঠক করেন। সম্মেলনের প্রস্তুতি ও উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের বিষয়ে শ্রী লংকুমার, ওম বিড়লাকে অবহিত করেন।
Site Admin | October 6, 2025 12:53 PM
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন(CPA)-র ভারতের জোন থ্রী-র প্লেনারি সম্মেলন নভেম্বর মাসে কোহিমায় অনুষ্ঠিত হতে চলেছে