January 18, 2026 9:38 AM

printer

কমনওয়েলথের ৪০ টি দেশের ১২০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল গতকাল দু’দিনের সফরে জয়পুরে পৌঁছেছে।

কমনওয়েলথের ৪০ টি দেশের ১২০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল গতকাল দু’দিনের সফরে জয়পুরে পৌঁছেছে। প্রতিনিধিরা ঐতিহাসিক আমের দুর্গ ঘুরে দেখেন। সেখানে তাঁদের রাজস্থানী ঐতিহ্য অনুসারে অভ্যর্থনা জানানো হয়। প্রতিনিধি দলকে দুর্গের রাজপুত যুগের ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয় এবং দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, গণেশ পোল, শীশ মহল এবং মান সিং প্রাসাদ সহ মূল কাঠামোগুলি ঘুরিয়ে দেখানো হয়। রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান।