মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 3, 2025 6:47 AM

printer

কড়া নিরাপত্তার মধ্যে আজ বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে।

কড়া নিরাপত্তার মধ্যে আজ বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। দক্ষিণ কাশ্মীরের পাহেলগাম এবং মধ্য কাশ্মীরের গান্ডারও্যাল জেলার বালতাল থেকে দুটি পথে ৩৮ দিন ধরে এটি চলবে। পবিত্র গুহার ভেতরে বরফের তৈরি স্টালাগমাইট শিবলিঙ্গের অনুরূপ আকৃতি ধারণ করে। হিমালয়ের ১২ হাজার ৭৫৬ ফুট ওপরে এটি অবস্থিত।
পাহেলগম হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপরাজ্যপাল মনোজ সিনহা আজ খুব ভোরে ভগবতী নগর বেস ক্যাম্প থেকে শ্রী অমরনাথ জি যাত্রার প্রথম ব্যাচের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।