কঠোর নিরাপত্তায় বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত ভোটগ্রহন শান্তিপূর্ন। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, বিহারের উপ মুখ্যমন্ত্রী – বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা, বিজেপি প্রার্থী-সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর, আরজেডি প্রধান লাউ প্রসাদ যাদব , তাঁর স্ত্রী রাবড়ি দেবী, মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ইতোমধ্যেই ভোট দিয়েছেন। সহর্ষের একটি বুথে ইভিএমে ত্রুটি দেখা দেওয়ায় ভোট আপাতত স্থগিত রয়েছে।
এই পর্বে ১৮ টি জেলার ১২১ টি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। চলবে সন্ধে ছটা পর্যন্ত। তবে নিরাপত্তার কারণে বখতিয়ারপুর, মাহিশী ,তারাপুর ,মুঙ্গের ,জামালপুর এবং সূর্যগড় বিধানসভা কেন্দ্রের ৫৬ টি বুথে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য তৈরি করা হয়েছে একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই রয়েছে ওয়েবকাস্টিং-এর ব্যবস্হা। সব ভোট কেন্দ্রে রাজ্যে পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৯২৬।
অন্যদিকে ১০৭-টি দিব্যাঙ্গজন পরিচালিত বুথ রয়েছে। পাটনায় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম । এই পর্যায়ে ১ হাজার ৩১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন তিন কোটি ৭৫ লক্ষেরও বেশি ভোটদাতা। ১২২ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন।