কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জম্মু থেকে ৩৫০০ জন তীর্থযাত্রীর ২২তম দলটি অমরনাথ গুহা মন্দিরে যাত্রা শুরু করেছেন। কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে আজ ভোরে ১৪০টি গাড়ির একটি শোভাযাত্রার মাধ্যমে তীর্থযাত্রীরা বেস ক্যাম্প ত্যাগ করেন।
এই দলে ২৭০৪ জন পুরুষ, ৬৭৫ জন মহিলা, ১২ জন শিশু, ৮১ জন সাধু এবং ২৮ জন সাধ্বী ছিলেন।
এই দলের ৮৩২ জন তীর্থযাত্রী ভোর ৩ টে বেজে ২৫ মিনিটে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে এবং ২৬৬৮ জন পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে ৪ টে বেজে ১ মিনিটে রওনা হন, সেখান থেকে তারা পবিত্র গুহার উদ্দেশ্যে তাদের পরবর্তী যাত্রা শুরু করবেন।