July 21, 2025 11:33 AM

printer

কঠোর নিরাপত্তার মধ্যে ৩ হাজার ৭৯১ জন তীর্থযাত্রীর আরেকটি দল, আজ ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ১৪৮টি গাড়িসহ শোভাযাত্রা সহকারে অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

কঠোর নিরাপত্তার মধ্যে ৩ হাজার ৭৯১ জন তীর্থযাত্রীর আরেকটি দল, আজ ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ১৪৮টি গাড়িসহ শোভাযাত্রা সহকারে অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

অন্যদিকে ১২০৮ জন তীর্থযাত্রী আজ ভোরে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে এবং ২ হাজার ৫৮৩ জন পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখান থেকে তারা পবিত্র গুহার উদ্দেশ্যে তাদের পরবর্তী যাত্রা শুরু করবেন।