মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 26, 2025 11:26 AM

printer

কঠোর নিরাপত্তার মধ্যেই আজ ভোরে  ২৩০০-এরও বেশি তীর্থযাত্রীর একটি নতুন দল পবিত্র অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন

কঠোর নিরাপত্তার মধ্যেই জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে আজ ভোরে  ২৩০০-এরও বেশি তীর্থযাত্রীর একটি নতুন দল কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। ৯২টি গাড়ির কনভয় নিয়ে দলটি যাত্রা শুরু করেছে । এই দলে রয়েছেন ১,৮৯০ জন পুরুষ, ৩৭৭ জন নারী, ৬ জন শিশু, ৪৬ জন সাধু এবং ৫ জন সাধ্বী। এদের মধ্যে ৭৪১ জন তীর্থযাত্রী ভোর ৩টে বেজে ২৫ মিনিটে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন, এবং  ১,৫৮৩ জন তীর্থযাত্রী ভোর ৩টে বেজে ৪৫ মিনিটে পাহালগাম বেস ক্যাম্পের দিকে যাত্রা করেন। সেখান থেকে তারা পবিত্র গুহার দিকে এগিয়ে যাবেন।