কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এম 23 নামে একটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই গোষ্ঠী কঙ্গোর পূর্ব অঞ্চলে ধ্বংস চালায়। ৫৪ বছর বয়সী জোসেফ কাবিলা তাঁর বিরুদ্ধ্বে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, আদালত এই মৃত্যুদন্ডকে নিপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। প্রাক্তন রাষ্ট্রপতির বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। উল্লেখ্য, ১৮ বছর ধরে কঙ্গোকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
Site Admin | October 1, 2025 9:01 AM
কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
