মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 10, 2025 12:17 PM

printer

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদরার স্বামী রবার্ট ভাদরা গুরুগ্রামে একটি জমি হস্তান্তর মামলায় ৫৮ কোটি টাকা পেয়েছিলেন বলে এনফোর্সমেন্ট নির্দেশালয় বিশেষ আদালতে জানিয়েছে।

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদরার স্বামী রবার্ট ভাদরা গুরুগ্রামে একটি জমি হস্তান্তর মামলায় ৫৮ কোটি টাকা পেয়েছিলেন বলে এনফোর্সমেন্ট নির্দেশালয় বিশেষ আদালতে জানিয়েছে। অর্থ পাচার সংক্রান্ত এই মামলায় ইডি আদালতকে জানিয়েছে, এর মধ্যে ৫৩ কোটি টাকা স্কাইলাইট হসপিটালিটি এবং ৫ কোটি টাকা ব্লু ব্রিজ ট্রেডিং-এর মাধ্যমে পাচার করা হয়েছিল। দিল্লীর অর্থপাচার প্রতিরোধ সংক্রান্ত দিল্লীর এই বিশেষ আদালত রবার্ট ভাদরার বিরুদ্ধে নোটিশ জারি করেছে এবং আগামী ২৮ তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।