মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 8, 2024 9:29 PM

printer

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ হিংসাদীর্ণ মনিপুরের চূড়াচাঁদপুর ও জিরিবামেরর ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ হিংসাদীর্ণ মনিপুরের চূড়াচাঁদপুর ও জিরিবামেরর ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এই কঠিন সময়ে তিনি আক্রান্তদের পাশে থাকার বার্তা দেন।

এর আগে, আসামের বন্যা কবলিত কাছাড় জেলার দুর্গত মানুষজনের সঙ্গে দেখা করেন। লোকসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলে এটি’ই তাঁর প্রথম সফর। শিলচর বিমান বন্দরে রাহুলকে স্বাগত জানান দুই রাজ্যের কংগ্রেস নেতারা।

আসামে বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পর এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রী গান্ধী বলেন, যে ব্যাপক ক্ষতির মুখে রাজ্যবাসী পড়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক। আসামকে বন্যামুক্ত করার ব্যাপারে বিজেপির ডবল ইঞ্জিন সরকার ব্যার্থ বলে তিনি অভিযোগ করেন। রাজ্যকে সবরকম সহায়তার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি।

আসামের ২৮টি জেলার প্রায় ২২ লক্ষ ৭০ হাজার মানুষ বন্যার কবলে। মৃত্যু হয়েছে ৭৮ জনের। মারা পড়েছে কাজিরাঙা অভয়ারণ্যের বহু বণ্যপ্রাণীও।