ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ভারত দিনের শেষে ১ উইকেটে ৬৩ রান করেছে। কে এল রাহুল, সাই সুদর্শন অপরাজিত রয়েছেন। আজ চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ৩৯০ রানে শেষ হয়। ভারতের হয়ে কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ তিনটি করে উইকেট নিয়েছেন। ম্যাচ জয়ের জন্য ভারতকে পঞ্চম দিনে আর ৫৮ রান করতে হবে।
উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রানের জবাবে, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৮ রান করেছিলো