ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির ঘটনার সময় শান্তি রক্ষার জন্য যে BSF ক্যাম্প তৈরী করা হয়েছিল, তা’ এখনই সরবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত BSF আধিকারিকদের সেখানেই থাকার নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করেছে রাজ্য।
রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মোট প্রায় ২ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তির এবং প্রায় এক লক্ষ টাকার স্থাবর সম্পত্তির ক্ষতি হয়েছে। ঘটনায় একাধিক চার্জশিট পেশ করেছে পুলিশ। এই ঘটনায় ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হলেও, এখনো অনেকেই পলাতক।