মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 18, 2025 10:06 PM

printer

ওয়াকফ আন্দোলনের জেরে মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের পরিস্হিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিধিনি দল আজ মলদা সফর করছে।

ওয়াকফ আন্দোলনের জেরে মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের পরিস্হিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিধিনি দল আজ মলদা সফর করছে। সেই সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসও আজ ওই জেলায় গেছেন। 

আমাদের সংবাদদাতা জানাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের দলটি সকালে পারলালপুরে গিয়ে নির্যাতিতদের সঙ্গে দেখা করেন, শোনেন তাদের অভাব অভিযোগও। এরপর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেন বিজয়া রাহাতকরের নেতৃত্বে চার সদস্যের দল বৈষ্ণবনগরে গিয়ে আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলে। অভাব-অভিযোগ খতিয়ে দেখেন

মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার পরে সাংবাদিকদের বলেন, আক্রান্ত মহিলারা স্হায়ী বি এস এফ ক্যাম্পের দাবি জানিয়েছেন। সেখানে তারা ফিরতে চান। সমস্ত অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে। সেই অনুযায়ী রিপোর্ট দেওয়া হবে।  সেখানকার বর্তমান পরিস্হিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ ঠিকঠাক কাজ করলে এধরনের ঘটনা এড়ানো যেতো।

      মালদা যাবার আগে মুর্শিদাবাদের বহরমপুরে সার্কিট হাউসেও সাংবাদিকদের মুখোমুখি হন অর্চনা দেবী। তিনি জানান, ঘর ছাড়াদের বাড়ি ফেরার মত উপযুক্ত পরিবেশ আছে কিনা তা খতিয়ে দেখে  পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার বলেন, নিগৃহীত মহিলারা এখনও আতঙ্কে রয়েছেন। তাদের উদ্বেগ নিরশনে সবরকমের ব্যবস্হা নেওয়া হবে।

 জাতীয় মহিলা কমিশনের দলটি  আগামীকাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে জাফরাবাদ, বেদপাড়া, ডিগরীর মত গ্রাম গুলি পরিদর্শনে যাবেন।