ওয়াকফ আইনের অপব্যবহার করে সরকারী সম্পত্তি দখল রুখতে এবং দেশে কার্যকর ওয়াকফ বোর্ডের পরিচালনা আরও স্বচ্ছ করতেই ১৯৯৫ সালের ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে বলে কেন্দ্র আজ সুপ্রিম কোর্টে জানিয়েছে। এব্যাপারে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে একটি প্রাথমিক হলফনামা দাখিল করা হয়। তাতে বলা হয়েছে, বেশিরভাগ ওয়াকফ বোর্ডই অসৎ উপায়ে কাজ চালাচ্ছিল বলে দেখা গেছে। বর্তমানযুগে ওয়াকফ বা ওয়াকফ পর্ষদ সংক্রান্ত কাজ কর্মের যাবতীয় তথ্য, ওয়াকফ সম্পত্তি ব্যবস্হাপনার জাতীয় পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। কেন্দ্র জানিয়েছে যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে। এরফলে সংশোধিত আইনকে স্হগিত করার ক্ষমতা আদালতেরও নেই। সংসদ কর্তৃক পাশ হওয়া স্হায়ী আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্হগিতাদেশ দেওয়ার অর্থ ক্ষমতার ভারসাম্যকে বিঘ্নিত করা।
হলফনামায় বলা হয়েছে, ২০১৩ সালে এই সংশোধন নিয়ে আসার পর থেকে দেশে ওয়াকফ সম্পত্তির পরিমাণ ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।