December 25, 2025 10:09 PM

printer

ওড়িশায় আজ ভোরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এক শীর্ষ মাওবাদী নেতা মারা পড়েছে

ওড়িশায় আজ ভোরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এক শীর্ষ মাওবাদী নেতা মারা পড়েছে। তার মাথার দাম ছিল এক কোটি দশ লক্ষ টাকা। নিহত ওই মাওবাদী নেতা গণেশ উইকেকে নিষিদ্ধ সি পি আই এম (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

নিহত ওই মাওবাদী বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি বড় মাওবাদী হামলার ঘটনায় যুক্ত ছিল। ওড়িশা পুলিশ জানিয়েছে, কান্ধামাল-গঞ্জাম সীমান্তবর্তী রাম্ভা বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। গুলিবিনিময়ের সময় আরও পাঁচজন মাওবাদী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর ওড়িশা পুলিশের মহানির্দেশক ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, আগামী বছর মার্চ মাসের মধ্যে রাজ্যকে সম্পূর্ণ মাওবাদীমুক্ত করা হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।