মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 14, 2024 5:39 PM

printer

ওড়িশার পুরীতে ৪৬ বছর পর শ্রী জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের সব দরজাই আজ খোলা হয়েছে।

 
ওড়িশার পুরীতে ৪৬ বছর পর শ্রী জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের সব দরজাই আজ খোলা হয়েছে। বেলা ১টা ২৮ মিনিটে এই প্রক্রিয়া শুরু হয়। ১৯৮৫ সালে সর্বশেষ এই রত্নভান্ডার খোলা হয়েছিল। ১৯৭৮ সালে মূল্যবান রত্নসসামগ্রীর তালিকা তৈরি করা হয়। দ্বাদশ শতাব্দীর শ্রী জগন্নাথ মন্দিরে গর্ভগৃহের ভেতরের কক্ষে এই রত্নভান্ডারে, অত্যন্ত দুর্লভ ও মূল্যবান রত্নসামগ্রী, সোনা, হিরে সহ বিরলতম গহনা রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে পুন্যার্থী ও নৃপতিরা প্রভু জগন্নাথদেবের উদ্দেশে এইসব মূল্যবান মনিরত্ন ও গহনা দান করে এসেছেন। সেগুলিরই তালিকা তৈরি করে রত্নভান্ডারে সংরক্ষিত আছে। এগুলি এরপর নিরীক্ষা করে দেখা হবে। পুরো প্রক্রিয়াটির ভিডিও করা হয়েছে।