ওড়িশার কটকে দুর্গা পূজার বিসর্জন শোভাযাত্রাকে ঘিরে হিংসাত্মক সংঘর্ষে জারি হয়েছে কারফিউ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামীকাল সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানা গিয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চন্দ্র মাঝি কটকের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে।
শুক্রবার রাতে প্রতিমা বিসর্জনে জোরে গান বাজানোর প্রতিবাদ জানায় স্থানীয় লোকজন। এরপরই পরিস্থিতি সংঘর্ষের চেহারা নিলে উত্তেজনা ছড়ায়। ওড়িশা পুলিশের বাহিনী ছাড়াও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।