মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 25, 2025 8:53 AM

printer

‘ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক-২০২৫’ প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রো-এ ভারতের নীরজ চোপড়া সোনা জিতেছেন

চেক প্রজাতন্ত্রে ‘ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক-২০২৫’ প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রো-এ দুবারের অলিম্পিক পদক জয়ী ভারতের নীরজ চোপড়া সোনা জিতেছেন। গতরাতে একদিনের এই প্রতিযোগিতায় ৮৫ দশমিক ২/৯ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে ২৭ বছরের নীরজ সোনা জয় করেন।

রূপো পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিট এবং তৃতীয় স্থান পেয়েছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স।  

গত সপ্তাহে প্যারিস ডায়মন্ড লীগের পর নীরজ আবারো কোনো প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।