ওয়ার্ল্ড অডিও-ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট-ওয়েভস, চলচ্চিত্রের পোস্টার তৈরি প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে ডিজিটাল এবং হাতে আঁকা শিল্প প্রদর্শনের একটি অনন্য সুযোগ প্রদান করছে। এই প্রতিযোগিতার জন্য ইতোমধ্যে ২৯৬ জন নাম নথিভুক্ত করেছেন। ৫ মার্চ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে।
ডিজিটাল ও হাতে আঁকা পোস্টার- এই দুই বিভাগে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। নির্বাচিত ২০টি ডিজিটাল পোস্টার ওয়েভস সামিটে প্রদর্শিত হবে। এর মধ্যে সেরা ৩ জন পাবেন নগদ পুরস্কার ও ডিজিটাল সার্টিফিকেট।
এদিকে, নির্বাচিত ২৫ জন শিল্পী লাইভ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের হাতে আঁকা পোস্টার তৈরি করতে হবে। এর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা তিনজনকে। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও, বাকি অংশগ্রহণকারীরা নগদ পুরষ্কারের পাশাপাশি দেওয়া হবে ডিজিটাল সার্টিফিকেট।
কমিক ক্রনিকলস চ্যালেঞ্জের আওতায় ড্যাশটুন মোবাইল অ্যাপে এআই ভিত্তিক কমিকস তৈরি ও উপস্থাপনের জন্য ওয়েভস সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। ওয়েভস কমিক ক্রনিকলস, ডিজিটাল মিডিয়া, উদ্ভাবন, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল বিপণনের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরতেই এই উদ্যোগ। এর জন্য ১৫ই মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।