ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করবে না, তবে দেশটিতে রাজনৈতিক পরিবর্তন আনতে তেল এর উপর অবরোধ জারি রাখবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল একথা জানিয়েছেন। একদিন আগেই যখন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর আমেরিকা সরাসরি দেশটির নিয়ন্ত্রণ নিতে পারে। এক টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া রুবিওর বক্তব্যকে বিশ্লেষকরা জনমানসে উদ্বেগ কমানোর প্রচেষ্টা হিসেবেই দেখছেন। রুবিও স্পষ্ট জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই নিষিদ্ধ ট্যাঙ্কারের ওপর যে অবরোধ চালিয়ে যাচ্ছিল তা অব্যাহত থাকবে।