মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 2, 2025 10:00 AM

printer

ওয়াকফ সংশোধনী বিল ২০২৪, বিবেচনা ও পাশ করানোর জন্য আজ লোকসভায় পেশ করা হবে।

ওয়াকফ সংশোধনী বিল ২০২৪, বিবেচনা ও পাশ করানোর জন্য আজ লোকসভায় পেশ করা হবে। সংসদে গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সংসদীয় বিষয় সংক্রান্ত  মন্ত্রী এবং সংখ্যালঘু  বিষয়ক  মন্ত্রকের দায়িত্ব প্রাপ্ত কিরেন রিজিজু জানান, সভায় বিলটি নিয়ে আলোচনার জন্য আট ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। তিনি আরো বলেন যে,  সভার মতামত জানার পর বিষয়টি নিয়ে আলোচনার জন্য সময় আরো বাড়ানোর বিষয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয়েছিল। সরকার এই বিল সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলে শ্রী রিজিজু উল্লেখ করেন। মন্ত্রী অভিযোগ করেন, বিরোধীরা তাদের তোষণের রাজনীতির কারণেই এই বিলের বিরোধিতা করছে। তিনি বলেন, সরকার একটি সুষ্ঠু ও খোলামেলা বিতর্কের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে দলমত নির্বিশেষে প্রত্যেক সাংসদ আলোচনায় অংশ নিতে পারবেন। 

 এর আগে বিলটি, গতবছর আগস্ট মাসে লোকসভায় উত্থাপন করা হয়েছিল, যা নিয়ে পরবর্তীকালে আরো বিবেচনার জন্য বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়। কমিটি ছত্রিশটি বৈঠক করেছে , তারা বিভিন্ন মন্ত্রক ও বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি গুরুত্বপূর্ণ সংস্থাগুলির মতামত ও পরামর্শ শুনেছে এবং মোট ৯৭ লক্ষের বেশি সুপারিশ পেয়েছে।
 
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ এর লক্ষ্য হল, ওয়াকফ বোর্ডের কাজ কর্ম সহজতর করা এবং ওয়াকফ সম্পত্তির দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা। এই বিলের উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জগুলি সমাধানের জন্য ১৯৯৫ সালের ওয়াকফ আইন সংশোধন ।
 
এদিকে, বিজেপি ও তেলুগু দেশম পার্টি আজ লোকসভায় তাদের সকল সাংসদ এর উপস্থিতি নিশ্চিত করার জন্য হুইপ জারি করেছে। অন্যদিকে কংগ্রেসও লোকসভায় তাদের সব সাংসদকে আজ ও আগামী দুদিন  উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।