December 2, 2024 11:35 AM

printer

ওমানের মাস্কাটে গতরাতে জুনিয়র এশিয়া কাপ হকির পুল এতে  দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে হারিয়ে ভারত গ্রুপের শীর্ষে রয়েছে।

ওমানের মাস্কাটে গতরাতে জুনিয়র এশিয়া কাপ হকির পুল এতে  দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে হারিয়ে ভারত গ্রুপের শীর্ষে রয়েছে। আরশদীপ সিং হ্যাটট্রিক, এবং অরাইজিৎ সিং হুন্দাল ভারতের হয়ে দুটি গোল করেন। গুরজোত সিং, রোসান কুজুর এবং রোহিত একটি করে গোল করেন। কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন তাহেইয়ন কিম।    

এই জয়ের ফলে ভারত সেমি-ফাইনালে উঠে গেল।  পরবর্তী ম্যাচ খেলবে  মালয়েশিয়ার বিরুদ্ধে।  আগামীকাল ভারতীয় সময়  রাত ৮টা তিরিশ মিনিটে।