August 1, 2025 1:55 PM

printer

ওভালে অ্যান্ডার্সন তেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ ক্রিকেট টেস্টের প্রথম দিনের ভারত ছ’ উইকেটে ২০৪ রান করেছে।

ওভালে অ্যান্ডার্সন তেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ ক্রিকেট টেস্টের প্রথম দিনের ভারত ছ’ উইকেটে ২০৪ রান করেছে। এদিন টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টি বিঘ্নিত ওভালে প্রথম দিনে ভারতকে খানিকটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। 

ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ২ রানে অ্যাটকিনসনের বলে আউট হন। ওপেনিং জুটির অপর ব্যাটার লোকেশন রাহুল, ক্রিস ওকসের বলে ১৪ রানে আউট হয়ে যান।

দ্বিতীয় দিনে আজ, ভারতের করুণ নায়ার ৫২ রান ও ওয়াশিংটন সুন্দর ১৯ রান নিয়ে খেলতে নামবেন। 

উল্লেখ্য, বেন স্টোকস না থাকায় এই টেস্টে ইংল্যান্ডের অধিনায়কত্ব করছেন ওলি পোপ। 

পাঁচ টেস্টের  সিরিজে ইংল্যান্ড ২- ১ এ এগিয়ে রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।