ওড়িশা সরকার পুরীর সারাধাবলীতে শ্রী গুণ্ডিচা মন্দিরের কাছে আজ ভোরে,ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ওড়িশার ডেভেলপমেন্ট কমিশনার অনু গর্গ এই দুর্ঘটনার তদন্ত করবেন। আজ ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বিপুল সংখ্যক মানুষ প্রভু জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রার রথে বিগ্রহ দর্শনের জন্য সমবেত হলে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে দুই মহিলা সহ তিন জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরো অনেকে। ওড়িশা সরকার নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে ২৫ লক্ষ টাকা এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।
অন্যদিকে রাজ্য সরকার জেলাশাসক এবং পুরীর পুলিশ সুপারকে কর্তব্যে গাফিলতির জন্য অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পুণ্যার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার সরকার পুণ্যার্থীদের নিরাপত্তায় কোনো রকম গাফিলতি, বরদাস্ত করবে না।