June 26, 2025 12:22 PM

printer

ওড়িশায় কাজে যাওয়ায় ৭ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী সন্দেহে সে রাজ্যের পাহাল থানা আটক করেছে।

ওড়িশায় কাজে যাওয়া মুর্শিদাবাদের হরিহরপাড়া ও নদীয়ার করিমপুর এবং থানারপাড়ার ৭ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী সন্দেহে সে রাজ্যের পাহাল থানা আটক করার খবর পাওয়া গেছে। এই খবরে উদ্বেগে পড়েছেন তাদের পরিবার গুলি। যদিও তাদের সাথে আটক করা মুর্শিদাবাদের নওদার ছাবতলার বাসিন্দা বিল্লাল শেখ ও মনিরুল শেখ বৈধ নথিপত্র দেখাতে পারায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে মুর্শিদাবাদ ও নদীয়ার বাকি সাতজন এখনও আটক রয়েছে। বিষয়টি নিয়ে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম ও হরিহরপাড়ার স্থানীয় বিধায়ক নিয়ামত শেখের সাথে যোগাযোগ করে তাদের ছাড়ানোর বন্দোবস্ত করছেন পরিবারের লোকেরা।  আটক হওয়া সকলেই ওড়িষ্যার খুরদা জেলার পাহাল থানা এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন বলে পরিবার সুত্রে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।