ওড়িশার বিভিন্ন স্থানে আজ ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, গোয়া, কোঙ্কন, কেরালা, উত্তর কর্ণাটক এবং তেলেঙ্গানায় আগামী দু থেকে তিন দিন ভারি বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা।
Site Admin | September 22, 2025 4:14 PM
ওড়িশার বিভিন্ন স্থানে আজ ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।
