July 13, 2025 7:20 PM

printer

ওড়িশার বালেশ্বর জেলার ফকির মোহন স্বসাশিত কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সহকারি অধ্যাপকের বিরুদ্ধে।

ওড়িশার বালেশ্বর জেলার ফকির মোহন স্বসাশিত কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সহকারি অধ্যাপকের বিরুদ্ধে। এর জেরে ঐ ছাত্রী নিজের গায়ে আগুন দেয় বলে জানা গেছে। তাকে সঙ্কটজনক অবস্থায় ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, ঐ ছাত্রীর শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। তাকে বাঁচাতে গিয়ে কলেজের এক ছাত্রও গুরুতর আহত হয়েছেন। তিনিও অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ অভিযুক্ত সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে।

এদিকে, ওড়িশা সরকার ঐ কলেজের অধ্যক্ষ ও অভিযুক্ত সহকারী অধ্যাপককে সাসপেন্ড করেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ দুপুরে এইমসে গিয়ে ঐ ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

বিরোধী বিজেডি ও কংগ্রেস এই ঘটনায় মুখ্যমন্ত্রী ও উচ্চ শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখায়।

জাতীয় মহিলা কমিশন বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করেছে, রাজ্য পুলিশের মহানির্দেশককে তদন্ত করে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।