ওড়িশার বালেশ্বর জেলার ফকির মোহন স্বসাশিত কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সহকারি অধ্যাপকের বিরুদ্ধে। এর জেরে ঐ ছাত্রী নিজের গায়ে আগুন দেয় বলে জানা গেছে। তাকে সঙ্কটজনক অবস্থায় ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, ঐ ছাত্রীর শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। তাকে বাঁচাতে গিয়ে কলেজের এক ছাত্রও গুরুতর আহত হয়েছেন। তিনিও অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ অভিযুক্ত সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে।
এদিকে, ওড়িশা সরকার ঐ কলেজের অধ্যক্ষ ও অভিযুক্ত সহকারী অধ্যাপককে সাসপেন্ড করেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ দুপুরে এইমসে গিয়ে ঐ ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
বিরোধী বিজেডি ও কংগ্রেস এই ঘটনায় মুখ্যমন্ত্রী ও উচ্চ শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখায়।
জাতীয় মহিলা কমিশন বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করেছে, রাজ্য পুলিশের মহানির্দেশককে তদন্ত করে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।