প্রয়াগরাজে, ঐতিহাসিক মহাকুম্ভ আগামীকাল মহা শিবরাত্রির দিন সরকারিভাবে শেষ হচ্ছে। প্রশাসন দিনটি চিত্তাকর্ষক এবং সুচারুভাবে সবকিছু সম্পন্ন করার জন্য সব রকম বন্দোবস্ত করেছে। সুরক্ষা এবং পুণ্যার্থীদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। প্রয়াগাজের জেলাশাসক রবীন্দ্রকুমার মান্দাদ বলেছেন, মেলায় আশা পূর্ণ্যার্থীদের সুরক্ষা এবং সুবিধা দেওয়াই তাদের অগ্রাধিকার। বিভিন্ন স্নানের ঘাট এবং মন্দিরগুলিতে প্রতিনিয়ত পরিষ্কার এর কাজ চলছে বলেও তিনি জানান। আগামীকালের বিপুল ভিড় সামাল দিতে আরো বেশি সংখ্যক পুলিশ হোমগার্ড, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনিক দলকে কাজে লাগানো হয়েছে।
জম্মু-কাশ্মীর ,লাদাখ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ ভারী বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আইএমডি জানিয়েছে জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড এবং মনিপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে,আগামী তিন দিন উত্তর-পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানানো হয়েছে। কোঙ্কন উপকূলের বিভিন্ন জায়গায় এবং গোয়াতে আজ ও আগামীকাল তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস।