January 22, 2026 9:41 PM

printer

এ বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রতিরক্ষা বাহিনীর শাখা গুলির মধ্যে নেতৃত্বে থাকবে ভারতীয় বিমান বাহিনী

Air Commodore of Directorate of Ceremonies, Imran Zaidi জানিয়েছেন যে এ বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রতিরক্ষা বাহিনীর শাখা গুলির মধ্যে নেতৃত্বে থাকবে ভারতীয় বিমান বাহিনী। নতুনদিল্লিতে আজ সাংবাদিকদের এয়ার কমান্ডার জায়েদি জানান, এ বছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্বে থাকবেন স্কোয়াড্রন লিডার হেমন্ত সিং ক্যানার। তিনি জানান মার্চ পাস্টে চারজন অফিসারসহ ১৪৪ জন এয়ার ওয়ারিয়র অংশ নেবেন।  তিনি আরও জানান, ৭৫ সদস্যের বিমান বাহিনীর ব্যান্ড অনুষ্ঠানে অংশ নেবে  তাতে ৬৬ জন অগ্নিবীর থাকবেন এবং প্রথমবারের মতো ৯ জন মহিলা অগ্নিবীর এতে অংশ নেবেন। এয়ার কমোডর জায়েদি আরও জানান, এই মাসের ২৯ তারিখে যে বিটিং  রিট্রিট অনুষ্ঠিত হবে তাতে বিমান বাহিনীর ১২১ জন সঙ্গীতশিল্পী অংশ নেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।