December 24, 2025 9:34 PM

printer

এস আই আর পর্বের শুনানিতে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে।

এস আই আর পর্বের শুনানিতে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। কলকাতার নজরুল মঞ্চে আজ মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ শিবিরের ফাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, বাইরের রাজ্য থেকে কোনও অবজার্ভার নিয়োগ করা হয়নি। মাইক্রো অবজার্ভাররা সকলেই এই রাজ্যেই কর্মরত। তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কি না, সে তথ্য কমিশনের কাছে নেই। তাদের সকলকেই ইতিমধ্যে নিয়োগ পত্র দিয়ে দেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই মাইক্রো অবজার্ভাররা দায়িত্ব পালন করবেন। নিয়মের বাইরে গিয়ে কোনও কাজ করা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।
বিশেষ রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। তিনি জানান, যাঁদের ক্ষেত্রে শুনানির প্রয়োজন রয়েছে, শুধুমাত্র তাঁদের কাছেই নোটিস পাঠানো হবে। যেখানে শুনানির দরকার নেই, সেখানে কোনও নোটিস দেওয়া হবে না। এই বিষয়ে কোনও বিভ্রান্তির অবকাশ নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য এস আই আর প্রক্রিয়ার শুনানির উপর নজরদারির জন্য নির্বাচন কমিশন সাড়ে চার হাজারের বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। আজ নজরুল মঞ্চে দুই দফায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।