October 31, 2025 10:06 PM

printer

এস আই আর আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর,  পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে।

এস আই আর আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর,  পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে। ceowestbengal.wb.gov.in/ এই ওয়েবসাইট থেকেই ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। পাশাপাশি মিলবে এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্যও।

উল্লেখ্য, গত ২৭ এ অক্টোবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী  বা এসআইআর এর ঘোষণা করা হয়।   পরদিন এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর  থেকেই  রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটে  সমস্যা দেখা যায়। এই পরিস্থিতিতেই  নতুন ওয়েবসাইট চালু করল সিইও দফতর।

এদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় তারা রাজ্য জুড়ে ৬ হাজারের বেশি ক্যাম্প চালাবে।