এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এনফোরসমেন্ট নির্দেশালয়(ED) কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে। মুর্শিদাবাদের আন্দিতে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গেছেন ED আধিকারিকরা। জীবনকৃষ্ণের পিসি বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আজ ED আধিকারিকদের দেখেই জীবনকৃষ্ণ পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। নিজের দুটি মোবাইল বাড়ির পেছনে ঝোপে তিনি ফেলে দেন। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশি চলছে কলকাতার একাধিক জায়গাতেও।
উল্লেখ্য, জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে জামিনে মুক্ত জীবনকৃষ্ণ।