July 10, 2024 3:03 PM

printer

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজ ফের সাদার্ন এভিনিউ এস এন বসু রায় কোম্পানীর অফিসে তল্লাশি চালাচ্ছে।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজ ফের সাদার্ন এভিনিউ এস এন বসু রায় কোম্পানীর অফিসে তল্লাশি চালাচ্ছে। দুজন সাইবার বিশেষজ্ঞকে নিয়ে সিবিআই আধিকারিকরা সকাল পৌনে ১১ টা নাগাদ সংস্থার অফিসে ঢোকেন। গতকালও ওএমআর শিট কান্ডে সিবিআই ঐ সংস্থার কার্যালয়ে তল্লাশি চালায়।

উল্লেখ্য, ২০১৭-র প্রাথমিক টেটের ওএমআর শিট নষ্টের জন্য তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্য্যই দায়ী বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল কলকাতা হাইকোর্টে জানায়। আগামী শুক্রবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি রাজা শেখর মান্থা।     

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।