এসএসকেএম-এ নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানিয়েছেন। উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আজ নির্যাতিতার বাড়িতে যান কমিশনের সদস্যরা। পরে সাংবাদিকদের চেয়ারপার্সন বলেন, দত্তপুকুরের ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তত্পরতায় দোষী ধরা পড়েছে। এসএসকেএম-এর ঘটনা খতিয়ে দেখতে খুব শীঘ্রই কমিশনের এক প্রতিনিধি দল ঐ হাসপাতালে যাবে।
Site Admin | October 25, 2025 9:32 PM
এসএসকেএম-এ নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানিয়েছেন।