SIR-এর কাজের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিক সৌম্যজিৎ ঘোষ এবং বিভোর আগারওয়াল আজ কলকাতায় আসছেন।
এর আগে, নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় প্রধান সচিব পদমর্যাদার আধিকারিক বি সি পাত্র, সচিব পর্যায়ের আধিকারিক সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বিভোর আগারওয়াল, মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে কাজ করবেন।