ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক স্তরে কড়াকড়ি আরও বাড়ছে। এসআইআর সংক্রান্ত প্রতিটি শুনানির রিপোর্ট ও নথি একই দিন নির্বাচন কমিশনের ECINET পোর্টালে আপলোড করতে হবে বলে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্দেশ জারি করা হয়েছে। কোনও গাফিলতি হলে তা কঠোরভাবে দেখা হবে বলেও জানানো হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যেই অধিকাংশ আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেনসি সংক্রান্ত মামলার শুনানি সম্পন্ন হয়েছে। কিন্তু সেই শুনানির নিষ্পত্তি সংক্রান্ত তথ্য ও নথি ECINET পোর্টালে প্রত্যাশিত হারে আপলোড হয়নি। এই পরিস্থিতিতে সমস্ত ইআরও এবং এইআরওদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত আপডেট সম্পন্ন করার জন্য।
Site Admin | January 24, 2026 6:05 PM
এসআইআর সংক্রান্ত প্রতিটি শুনানির রিপোর্ট ও নথি একই দিন নির্বাচন কমিশনের ECINET পোর্টালে আপলোড করতে হবে বলে নির্দেশ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের।