এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে ৭.২ শতাংশ করেছে। আগে এই পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে শক্তিশালী বৃদ্ধিহার এবং আগামী অর্থবছরের সম্ভাবনার দিকটি বিবেচনা করে এই বৃদ্ধির পুর্বাভাস। তবে ২০২৬-২৭ অর্থবছরের পূর্বাভাস ৬.৫ শতাংশতে অপরিবর্তিত রাখা হয়েছে। এডিবি জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি এ বছর ৫.১ শতাংশ বাড়বে, যা সেপ্টেম্বরে দেওয়া ৪.৮ শতাংশ পূর্বাভাসের চেয়ে বেশি।
Site Admin | December 10, 2025 9:20 PM
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে ৭.২ শতাংশ করেছে।