এশিয়ার উন্নয়ন ও বিকাশে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিন্যান্দ আর মার্কোস জুনিয়র, ভারতের সঙ্গে বৃহত্তর ক্ষেত্রে অংশীদারীত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। বেঙ্গালুরুতে গতকাল তিনি ফিলিপিন্স – ভারত ব্যবসায়িক মঞ্চে ভাষন দিচ্ছিলেন। তিনি বলেন, দুটি দেশই আঞ্চলিক জ্ঞান বন্টনের পাশাপাশি সরবরাহ শৃঙ্খলকে আরো গভীর করা ও অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন নিশ্চিত করার বিষয়ে কাজ চালাতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে ফিলিপিন্স ভারতের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে বাণিজ্য চুক্তি সম্পাদন করবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গতকালের অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসুরক্ষা, ডিজিটাল পরিকাঠামো সহ নানা ক্ষেত্রে সেদেশে বিনিয়োগের জন্য ভারতীয় কোম্পানীর সঙ্গে ১৮টি মৌ স্বাক্ষরিত হয়েছে।