January 14, 2026 7:15 PM

printer

এরাজ্যের তারকেশ্বর – বিষ্ণুপুর নতুন রেল পথ প্রকল্পের ময়নাপুর – বড়গোপীনাথপুর – জয়রামবাটির মধ্যে ১৫ কিলোমিটার দীর্ঘ রেলপথের সূচনা হতে চলেছে।

এরাজ্যের তারকেশ্বর – বিষ্ণুপুর নতুন রেল পথ প্রকল্পের ময়নাপুর – বড়গোপীনাথপুর – জয়রামবাটির মধ্যে ১৫ কিলোমিটার দীর্ঘ রেলপথের সূচনা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরাজ্য সফরে আগামী ১৮ জানুয়ারি এই নতুন রেলপথের সূচনা করবেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী Maynapur ও জয়রামবাটির মধ্যে নতুন ট্রেন পরিষেবার ও উদ্বোধন করবেন বলে রেল সূত্রের খবর। এই ট্রেন পরিষেবা চালু হলে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা বিশেষ করে বাঁকুড়া জেলা ও তার আশেপাশের গ্রামীণ এলাকার মানুষ টা উপকৃত হবেন। ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের বিস্তৃতি ঘটবে বলে আশা করা হচ্ছে। ফল স্বরূপ বাঁকুড়া – বিষ্ণুপুর-মায়নাপুরের মধ্যে যাত্রী পরিষেবা জয়রামবাটি পর্যন্ত সম্প্রসারিত হবে। ওইদিন, জয়রামবাটি- বাঁকুড়ার মধ্যে উদ্বোধনী স্পেশাল ট্রেন 08095 জয়রামবাটি-বাঁকুড়া MEMU স্পেশাল জয়রামবাটি থেকে বিকেল তিনটেয় ছাড়বে, ট্রেনটি বিকেল ৫ টা ৩৫ মিনিটে বাঁকুড়া পৌঁছাবে। চলার পথে ট্রেনটি Borogopinathpur, Maynapur, গোকুলনগর, জয়পুর, Birsha Munda Halt, Bishnupur, Ramsagar, Ondagram এবং Bheduasol স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।