এভারেস্ট জয় করে আজ শহরে ফিরেছেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষীকান্ত মন্ডল। দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং অন্য আধিকারিকরা।
বিমানবন্দরে লক্ষীকান্ত মন্ডল বলেন, সকলের সহযোগিতাতেই তিনি এই সাফল্য লাভ করেছেন।
মনোজ ভার্মা বলেন, লক্ষীকান্তের এই সাফল্যে তাঁরা গর্বিত ।
উল্লেখ্য,গত সোমবার এভারেস্টের শীর্ষে পা রাখেন এই বাঙালি পর্বতারোহী। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি এভারেস্ট অভিযানে রওনা হয়েছিলেন।
বর্তমানে কলকাতা পুলিশের কমিশনারের দেহরক্ষী হিসাবে নিযুক্ত লক্ষ্মীকান্তকে এভারেস্ট জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।