এবারের সংসদের বাদল অধিবেশনে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, এই অধিবেশন বিজয়ের উদযাপন এবং এক গর্বের মুহূর্ত। গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি প্রত্যক্ষ করেছে। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা তাদের নির্ধারিত লক্ষ্যের একশো শতাংশই অর্জন করে জঙ্গীদের আস্তানা ২২ মিনিটের অভিযানে গুঁড়িয়ে দিয়েছে। ভারতের এই মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তি বিশ্বের প্রশংসা পাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মাওবাদ এবং নক্সালবাদের সমস্যার সমূলে বিনাশ করার সংকল্প নিয়ে দেশের নিরাপত্তা বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। নক্সাল প্রভাবিত শতাধিক জেলা এখন হিংসা ও চরমপন্থা থেকে মুক্ত হয়েছে।
ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগিয়ে চলেছে। সংসদের বাদল অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রী মোদী সদস্যদের অনুরোধ জানান।