মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 2, 2025 9:00 PM

printer

এবছর থেকে উচ্চমাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা।

এবছর থেকে উচ্চমাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। এবারই প্রথম OMR সিটে পরীক্ষা হবে। ‌২০২৬ এর উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর থেকে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৬০ হাজার। এ বছর ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা প্রায় ৭৯ হাজার ৫৮২ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের হার ৪৩ দশমিক ৯/৭%। ছাত্রদের হার ৫৬ দশমিক ০/৩ শতাংশ।
পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে আজ এক সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সেমিস্টার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে স্কুল শিক্ষার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৮ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ তারিখ পর্যন্ত। সকাল ১০ টা থেকে১১টা ১৫পর্যন্ত পরীক্ষা চলবে। সংগীত দৃশ্যকলা ও বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে দশটা থেকে ১০টা ৪৫ পর্যন্ত। গোটা রাজ্যে মোট ১২২টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্য বছরের মতো এবছরও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র হচ্ছে।