মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 3, 2025 8:30 AM

printer

এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ। 

এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ।   

মোট পাঁচ লক্ষ ৯  হাজার  পড়ুয়া এবছর পরীক্ষায় বসছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৬৭১ জন বেশি। পরীক্ষা শুরু হবে সকাল ১০’টায়।  ২৩’টি জেলার মোট দু’হাজার ৮৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ৫২৮ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা দেবেন। এর জন্য পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যার নম্বর ০৩৩-২৩৩৭০৭৯২।

 এদিকে, রাজ্য পরিবহন দপ্তর তাদের সংশ্লিষ্ট রুটগুলিতে পরীক্ষার দিনে বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  WBTC-র  পক্ষে ওই দিনগুলিতে দুটো শিফট- সকাল সাড়ে ৫’টা থেকে ১০’টা  এবং দুপুর দেড়টা থেকে বিকেল ৫’টা পর্যন্ত  বেশি সংখ্যক বাস পরিষেবা দেওয়া হবে। বাসের সামনে ” EXAMINATION SPECIAL” লেখা বোর্ড লাগানো থাকবে।  নেওয়া হবে স্বাভাবিক ভাড়াই। SBSTC এবং NBSTC’ও অতিরিক্ত বাস চালাবে।      

   বাস মালিকদের সংগঠন- ‘জয়েন্ট বাস সিন্ডিকেট’, উচ্চমাধ্যমিক পড়ুয়াদের যাতায়েতের সুবিধার জন্য উপযুক্ত বন্দোবস্ত করতে কলকাতা সহ জেলাগুলির বাস মালিকদের কাছে আবেদন জানিয়েছে।