আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রান্তকে নির্মূল করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়ন্দা সংস্থা এফবিআই গতকাল দেশ জুড়ে তল্লাশি চালিয়ে ৮ জন খালিস্তানিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আছে বব্বর খালসা ইন্টারন্যাশানাল বিকেআই-এর সদস্য কুখ্যাত জঙ্গী পবিত্তর সিং ভাতালা। পাঞ্জাবের এই গ্যাংস্টারকে জাতীয় তদন্তা সংস্থা এনআইএ দীর্ঘদিন ধরেই খুঁজছিল। গত জুন মাসে নিষিদ্ধ সংগঠন বিকেআই-এর বিরুদ্ধে পেশ করা একটি চার্জশিটে এনআইএ বাতালা এবং জ্যোতিন্দর জ্যোতি নামে দুই জঙ্গীকে নথিভুক্ত করেছিল। খানা তল্লাশি চলাকালীন এফবিআই এদের কাছ থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করে। জানা গেছে, একাধিক অপহরণ, অত্যাচার, ষড়যন্ত্র এবং উষ্কানিমূলক নানা কাজকর্মের সঙ্গে এই জঙ্গীদের যোগ রয়েছে।
Site Admin | July 13, 2025 4:07 PM
এফবিআই গতকাল দেশ জুড়ে তল্লাশি চালিয়ে ৮ জন খালিস্তানিকে গ্রেপ্তার করেছে
