মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 20, 2025 1:13 PM

printer

এন ডি এ-র উপরাষ্ট্রপতি পদ প্রার্থী চন্দ্রপুরম পন্যাস্বামী রাধাকৃষ্ণাণ আজ তার মনোনয়ন পেশ করবেন

জাতীয় গণতান্ত্রিক জোট এন ডি এ-র উপরাষ্ট্রপতি পদ প্রার্থী চন্দ্রপুরম পন্যাস্বামী রাধাকৃষ্ণাণ আজ তার মনোনয়ন পেশ করবেন। এন ডি এর  সব নেতারাই মনোনয়নপত্র পেশ পর্বে উপস্হিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলকে এনডিএর পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণানকে সর্বসম্মতভাবে উপরাষ্ট্রপতিপদে সমর্থনের আবেদন জানিয়েছেন। নতুন দিল্লীতে গতকাল  এন ডি এ সংসদীয় দলের বৈঠকে শ্রী রাধাকৃষ্ণানের সঙ্গে তিনি জোটের সাংসদদের পরিচয় করিয়ে দেন। সম্বর্ধিতও করেন তাঁকে। বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে সব সাংসদদের শ্রী রাধাকৃষ্ণানকে সর্বসম্মতভাবে সমর্থনের অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, বিরোধী আই এন ডি আই এ জোটের প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। আগামীকাল তিনি মনোনয়ন পেশ করবেন।

উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী পদ পেশের শেষ দিন আগামীকাল। ২২-শে আগস্ট জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষদিন ২৫-শে আগস্ট । ভোট নেওয়া হবে ৯-ই সেপ্টেম্বর।

জগদীপ ধনখড় স্বাস্হ্যের কারণে উপ-রাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন হচ্ছে। এটি হবে দেশের সপ্তদশ উপ-রাষ্ট্রপতি নির্বাচন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।