এন্যুমারেশন ফর্মে আধার বাধ্যতামূলক করার পর নির্বাচন কমিশন এবার নতুন ভোটার কার্ড, স্থানান্তর এবং সংশোধনের আবেদনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। এতদিন নতুন ভোটার কার্ডের আবেদন জানানোর ৬ নম্বর, স্থানান্তরের জন্য ৭ এবং সংশোধনের আবেদন জানানোর ৮ নম্বর ফর্মে আধার জমা দেওয়া ঐচ্ছিক ছিল। নতুন নির্দেশিকায় তা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৭ অক্টোবর যে বারোটি রাজ্যে একযোগে এস আই আর প্রক্রিয়া চালুর নির্দেশিকা জারি হয়েছিল, সেখানে অনলাইন এনুমারেশন ফর্ম পূরণ করতে ভোটার কার্ড ও আধার—দুটির সঙ্গেই আবেদনকারীর ফোন নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়। সেই নির্দেশ খতিয়ে দেখেই আরও কঠোর নীতি প্রোণয়নের জন্য কমিশনের এই পদক্ষেপ।