এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হাজারিবাগ ও রাঁচি– ৮-টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। ঝাড়খন্ডের প্রাক্তন মন্ত্রী যোগেন্দ্র সাউ ও তার সঙ্গীদের অর্থ পাচার সংক্রান্ত মামলার তদন্তে নেমে এই তল্লাশি। জোর করে অর্থ আদায় বে-আইনী বালিখাদান খনন ও অন্যায়ভাবে জমি আত্মসাৎ করার অভিযোগে অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় এই তদন্ত চালানো হচ্ছে।
Site Admin | July 4, 2025 2:14 PM
এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হাজারিবাগ ও রাঁচি– ৮-টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
