January 17, 2026 10:14 PM

printer

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডির গুরুগ্রাম জোনাল অফিস একটি আবাসন দুর্নীতি মামলায় একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে ফরিদাবাদ, পালওয়াল এবং ভিওয়াড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটইডির গুরুগ্রাম জোনাল অফিস একটি আবাসন দুর্নীতি মামলায় একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে ফরিদাবাদপালওয়াল এবং ভিওয়াড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে। সংস্থার অর্থনৈতিক অপরাধ শাখার পাশাপাশি এবং সিবিআই সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা দায়ের করা একাধিক এফআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। প্রোমোটাররা নিশ্চিত অর্থ উপার্জন এবং সময়মতো ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারী এবং ক্রেতাদের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে প্ররোচনা দেয়। বুকিংয়ের জন্য বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সত্ত্বেওপ্রকল্পগুলো মূলত অসম্পূর্ণ রয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। দীর্ঘকাল দেরির পরেও বাড়ির মালিকানা হস্তান্তর করা হয়নি এবং অর্থ ফেরতও দেওয়া হয়নি। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানে দলিলপত্রহিসাবের খাতা এবং ডিজিটাল ডিভাইসসহ আপত্তিজনক নথি এবং পাঁচ কোটি টাকারও বেশি নগদ অর্থগয়না ও ব্যাংকে জমা অর্থ  বাজেয়াপ্ত করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।